Uttar Dinajpur : নজরকাড়া ফল করে করণদিঘির মাথা উঁচু করলেন প্রভা

আরও পড়ুন

বুধবার উচ্চ মাধ্যমিকে উত্তর দিনাজপুরের করণদিঘির তিতপুকুর হাই স্কুলের ছাত্রী প্রভা সরকার ব্লকে প্রথম স্থান অধিকার করেছেন। তার মোট প্রাপ্ত নম্বর ৪৮৪। তার এমন সাফল্যে খুশি প্রভার পরিবার-সহ গোটা ব্লকের মানুষ।

সূত্রের খবর, বুধবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। অন্যান্য জেলার পাশাপাশি নজরকাড়া ফলাফল হয়েছে উত্তর দিনাজপুরেরও। তিতপুকুর হাই স্কুলের ছাত্রী প্রভা সরকার করণদিঘি ব্লকে প্রথম হয়েছেন। তার বাবা কমল সরকার পেশায় কৃষক এবং মা টুকুবালা সরকার আইসিডিএস সহায়িকা কর্মী। উচ্চ মাধ্যমিকে এমন ফলাফল করে খুশি প্রভা। ভবিষ্যতে তার শিক্ষিকা হওয়ার ইচ্ছে রয়েছে।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close