সোমবার রায়গঞ্জের কর্ণজোরা স্পোর্টস ময়দানে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেড়িয়েছেন জনসংযোগ যাত্রায়, যার মাধ্যমে তিনি পরখ করে নিচ্ছেন পঞ্চায়েত ভোট এর সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, গ্রাম বাংলার মতামত। অভিনব এই উদ্যোগটির নাম নবজোয়ার। তৃণমূল কংগ্রেস এর নবজোয়ার এর জনসভার প্রস্তুতি তুঙ্গে লক্ষ্য করা গেল কর্ণজোড়া স্পোর্টস ময়দানে। প্যান্ডেল তৈরি, বাঁশ বাঁধা, জায়গা নিরীক্ষণ ও তল্লাশি, সি সি টি ভি সর্বত্রই একটা সাজো সাজো রব। বিভিন্ন আধিকারিক গণ, ব্লক, পঞ্চায়েত স্তরের নেতৃত্ব বর্গ উপস্থিত থেকে দেখে নিচ্ছেন কাজ। রায়গঞ্জ ব্লক ১এর তৃণমূল ব্লক সভাপতি অনিমেষ দেবনাথ আশাবাদী কাল যত মানুষের ভিড় হবে তার সাক্ষী থাকবে উত্তরবঙ্গ এর মানুষেরা। ব –
উত্তর দিনাজপুরের কর্ণজোড়া থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।