Uttar Dinajpur : কিশোরী ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল

আরও পড়ুন

কালিয়াগঞ্জ থানার মালগাঁও গ্রাম পঞ্চায়েতের গাংগুয়া গ্রামে কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামে রাজবংশী সম্প্রদায়ের নাগরিক মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের ফাঁসির দাবি জানানো হয়। করণদিঘিতে মিছিল করে করণদিঘি থানার আইসি-কে স্মারকলিপি তুলে দেন। একই দাবিতে আন্দোলনে নামে করণদিঘির বিজেপি মহিলা মোর্চা।

সূত্রের খবর, কালিয়াগঞ্জে কিশোরী খুনের ঘটনায় রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার ধর্ষণ এবং খুনের তত্ত্ব এড়ালেও রাজবংশী সম্প্রদায়ের মানুষ পুলিশ সুপারের দাবি মানতে রাজী নন। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এবং করণদিঘি ব্লকে রাজবংশী সম্প্রদায়ের মানুষের বসবাসবেশী। কালিয়াগঞ্জে রাজবংশী কিশোরীকে এভাবে নিশৃংসভাবে হত্যা করার প্রতিবাদে করণদিঘিতে ডলি বর্মনের খুনের অভিযুক্তদের ফাঁসির দাবিতে তৈরি হয়েছে নাগরিক মঞ্চ। রাজবংশী সম্প্রদায়ের মানুষ দলমত ভুলে নাগরিক মঞ্চ গঠন করে আন্দোলনে সামিল হয়েছে। সোমবার বিশাল মিছিল করে তারা করণদিঘি থানায় আসেন। এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছিল। অভিযুক্তদের ফাঁসি-সহ চার দফা দাবিপত্র করণদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেন।

এদিন একই দাবিতে আন্দোলনে নামে করণদিঘি বিজেপি মহিলা মোর্চা। বিজেপি মহিলা মোর্চার ধিক্কার মিছিল করণদিঘি শহর পরিক্রমা করে। দুটি মিছিল একত্রিত হওয়ায় করণদিঘি শহরে রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close