রবিবার বিদ্যালয় বন্ধ থাকার প্রতিবাদে আন্দোলনে নামল ছাত্র-ছাত্রীরা। বিদ্যালয়ের পঠন পাঠন স্বাভাবিক না হলে আগামীতে অবিভাবকরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারীও দিয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ধনকৈলে। সোমবার হাট থাকার কারনে এই ব্লকের সমস্ত বিদ্যালয় সোমবার করে বন্ধ থাকে। তার বদলে রবিবার খোলা থাকে। এদিন বিদ্যালয় বন্ধ থাকায় বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবকেরা।
সূত্রের খবর, হাট থাকার কারনে সোমবারের বদলে রবিবার সংশ্লিষ্ট এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন চালু থাকে। দীর্ঘদিন যাবৎ এই রীতি মেনেই বিদ্যালয়গুলি চলছে। কিন্তু কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মাহিনগর নাঠুয়া দেবশর্মা এম এস কে বিদ্যালয়ে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬৫ জন। শিক্ষক ৪ জন। প্রতি রবিবার করে বিদ্যালয় বন্ধ থাকায় ছাত্র-ছাত্রী, অবিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, দেশজুড়ে শুরু হয়েছে ভোটের তালিকা সংশোধনের কাজ। রবিবার এই বিদ্যালয়ে বিএলও-রা বসেন। এলাকার মানুষ তার কাছে ভোটার কার্ড সংশোধনের জন্য আবেদনপত্র জমা দেন। বিদ্যালয় বন্ধ থাকার কারনে সেই কাজেও চরম বিঘ্ন হচ্ছে।
সরকারি নিয়মের বাইরে গিয়ে প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধ রাখায় রবিবার অবিভাবকরা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। বিদালয়ে অবিভাবকদের পঠন-পাঠনের নামে শিক্ষকরা ছেলে খেলা করছেন। বিদ্যালয়ে পঠন-পাঠন সঠিক না হবার কারনে পড়ুয়ারা নিজের নামটাও লিখতে পারছেন না। বিদ্যালয়ে সঠিক পঠন পাঠন চালু না হলে আগামীতে স্থানীয় বাসিন্দারা বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।