Uttar Dinajpur : চিকিৎসায় হয়রানির অভিযোগে হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভ

আরও পড়ুন

চাকুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসায় হয়রানির অভিযোগ তুলে হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

সূত্রের খবর, দুর্ঘটনায় জখম এক ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সঠিক চিকিৎসা না করে কিছুক্ষণের মধ্যে ডাক্তার কমলকান্ত মোদী হাসপাতাল থেকে চলে যান। স্থানীয়দের অভিযোগ, রোগী নিয়ে এলে সঠিক চিকিৎসা না করে বাইরে থেকে ওষুধ কেনা থেকে শুরু করে নানানভাবে হয়রানি করছেন চিকিৎসকরা। সঠিক চিকিৎসা না করে রোগীদের সোজা অন্য হাপাতালে রেফার করে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের। যার জেরে ক্ষুব্ধ বাসিন্দারা হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুর করেন। এই ঘটনাটিকে ঘিরে শনিবার সকালে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চাকুলিয়া থানার পুলিশ। স্থানীয় ওই চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

অন্যদিকে চাকুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিককে এপ্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close