খাজা বাবার উরস মোবারক অনুষ্ঠান উপলক্ষে রবিবার কাওয়ালির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি হয় ইটাহারের ২ নম্বর সূরুন গ্রাম পঞ্চায়েতের কোটার এলাকায়। এদিন ২০০ জন হিন্দুভাই দের ভোজনের ব্যবস্থা করা হয়েছে এবং হিন্দু ও মুসলিম ভাইরা একসঙ্গে খেয়েছেন।
জানা যায়, চৈত্র মাসের শেষের দিকে এই খাজা বাবার উরস মোবারক অনুষ্ঠানটি পালন করা হয়। এই অনুষ্ঠানটি চৈত্র মাসে হওয়ার কথা ছিল। কিন্তু, কিছু কারনবশত অনুষ্ঠানটি করতে দেরি হয়। এই অনুষ্ঠানটির উদ্যোক্তা হলেন বেলালুদ্দিন আহমেদ ও বাপ্পা সরকার। এদিন বস্ত্রবিতরণ করলেন বাপ্পা সরকার, বেলালউদ্দীন আহমেদ, সান্তনা সরকার ও বেলালউদ্দীন আহমেদের পিতা লতিফুর রহমান। তারা একসঙ্গে মিলে এই কাওয়ালি অনুষ্ঠানটির আয়োজন করেন।
আয়োজক বেলালউদ্দীন আহমেদ বলেন, “এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য প্রায় ১ লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আমরা এই অনুষ্ঠানটি প্রতিবছরই করে থাকি। দু’দিন চলবে এই কাওয়ালি অনুষ্ঠান”।