ভিন্ন স্বাদের রবীন্দ্রজয়ন্তী পালন করল ভারতীয় গণনাট্য সংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটি। তারা ৮ নম্বর বাহিন অঞ্চলের রাজবাড়িতে খুদে পড়ুয়াদের নিয়ে বিভিন্ন রবীন্দ্রনৃত্য, গান, আবৃত্তির আয়োজন করেন। মাঝে একটি ব্যানার এবং মাইকের তার হারিয়ে যাওয়াতে সামান্য বিরম্বনাতেও পড়েন ওই আয়োজক কমিটি। পরে গিটারে রবীন্দ্র সংগীতের সুর পরিবেশন করেন একজন শিল্পী। মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিবর্গ। শেষে নাগর নদীতে নৌকোয় চেপে সম্মানীয় শিল্পীরা “ও তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাসা তরী রে….”। গানটি পরিবেশন করেন।
তবে মোটের উপর ভারতীয় গণনাট্য সংঘ যে ভিন্ন স্বাদের কবিগুরু বন্দনার আয়োজন করেছে তা এক কথায় প্রশংসনীয়।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের জরাজীর্ণ বাহিন রাজবাড়ি ঘুরে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।