Uttar Dinajpur : মঙ্গলবার ইনস্টিটিউট- এর আয়োজনে অনুষ্ঠিত হল রবীন্দ্র স্মরণ সন্ধ্যা

আরও পড়ুন

মঙ্গলবার রাতে রায়গঞ্জ ইনস্টিটিউট এর আয়োজনে অনুষ্ঠিত হল রবীন্দ্র স্মরণ সন্ধ্যা। এক ভাব গম্ভীর পরিবেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখোপাধ্যায়। সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। একে একে প্রাক্তন ও বর্তমান ইনস্টিটিউটের সকল সদস্যদের মঞ্চে ডেকে বরণ করে নেওয়া হয়।

এছাড়াও এই বিশেষ দিনে বিশেষ সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট শিক্ষাবিদ তথা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল গোস্বামী, রায়গঞ্জ ইনস্টিটিউটের প্রাক্তন কোষাধ্যক্ষ স্মরণ সেনগুপ্ত, রায়গঞ্জ ইনস্টিটিউটের প্রাক্তন সাধারণ সম্পাদক সুশান্ত রায়কে। এমন একটি আবেগঘন মুহূর্তে মানপত্র সহ সম্মাননা পাওয়ায় অভিভূত তিন জনই। মঞ্চে উপস্থিত সকলে মিলে রায়গঞ্জ ইনস্টিটিউটের সভাপতি শুভব্রত লাহিড়ীর নিজের লেখা বই মজা ভরা ছড়ার উদ্বোধন তথা উন্মোচন করা হয়।
এবারে বেশ কিছু নতুনত্ব ও অভিনবত্ব যোগ করা হয়েছে রবীন্দ্র স্মরণ সন্ধায়। নজর কেড়েছে অন্য ভাবে মঞ্চস্থ করা নৃতাঞ্জালির পক্ষ থেকে কৃষ্ণকলি।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ইনিস্টিটিউট থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close