দীর্ঘ দুইবছর পর স্বাভাবিক জীবন-যাপনে ফিরেছে মানুষ। আনন্দ করেছে দূর্গা পূজা সহ কালীপূজাতেও। দেখা গেছে লোকের ঢল। কিন্তু আজ ভাতৃদ্বিতীয়ার দিনে ঠিক উল্টো চিত্র চোখে পড়ল মাছ বাজারে। সেই অর্থে ক্রেতা নেই বাজারে। এদিকে কাঁচামাল রাখলে পরবর্তীতে প্রচুর আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল, সেই কারণে বিক্রেতারা মাছের দাম গত বছরের তুলনায় অনেকটাই কমিয়েছে। ইলিশ মাছ ৮০০-১০০০, খুব বেশি হলে পনেরশো টাকায় বিক্রি হচ্ছে। ফলে চিন্তার ভাঁজ মাছ বিক্রেতাদের চোখে মুখে। এরমই কিছু মাছ বিক্রেতাদের কথায় উঠে এলো আক্ষেপের সুর।
রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।