Raiganj : কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে

আরও পড়ুন

রায়গঞ্জ ব্লকের পানিশালার বাসিন্দা আলমাস কবির দেশের সোনা জয়ী ক্রীড়াবিদ। পাসপোর্ট না হওয়ায় কুয়েতে অনুষ্ঠিত চতুর্থ এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধি হিসেবে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে না। কেন্দ্রীয় সরকারের গাফিলতি ও বাংলা কে পিছিয়ে দেওয়ার চক্রান্ত থেকেই এই ধরনের কাজ তারা করেছেন বলে অভিযোগ তুলে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিধান মঞ্চ থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত একটি ধিক্কার মিছিল করা হয়। কর্মসূচি তে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল, রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যানী সহ প্রচুর কর্মী সমর্থকেরাও পা মিলিয়েছেন।

রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close