“সমস্ত সমস্যা সমাধানের একমাত্র পথ হল শিক্ষা”- স্বামী বিবেকানন্দের এই আদর্শকে সামনে রেখে শিক্ষার আলোকে সর্বদা প্রজ্জ্বলিত রাখতে সচেষ্ট রামকৃষ্ণ মিশন। রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে বীরনগরে অসহায় ও দুঃস্থ শিশুদের জন্য চালু হয়েছে বিনামূল্যে পাঠদান কেন্দ্র। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় পঞ্চাশ জন পড়ুয়াকে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত পাঠদান ক্রিয়া চলে এই কেন্দ্রে। শুধু পাঠদানই নয়, সেইসঙ্গে শিশুদের জন্য রয়েছে প্রতিদিন বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবারের ব্যবস্থাও। এছাড়াও প্রতিটি শিশুকে নির্দিষ্ট পোশাক, ব্যাগ, ছাতা, সোয়েটার ও দৈনন্দিন ব্যবহার্য সমস্ত জিনিস সরবরাহ করা হয় এই কেন্দ্র থেকে। প্রতি শিক্ষাবর্ষে আবেদনপত্র গ্রহণের পর শিশুদের পরিবারের আর্থিক অবস্থা যাচাই প্রক্রিয়ার মাধ্যমে এখানে ভর্তি নেওয়া হয়। এ ধরনের পাঠদান কেন্দ্রে ভর্তি হতে পেরে যথেষ্ট খুশি শিশুরাও।
এই কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান করেন একাধিক শিক্ষক-শিক্ষিকা। এধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে তারা যথেষ্ট গর্বিত। কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত মহারাজ ধর্মপ্রিয়ানন্দ আমাদের প্রতিনিধিকে জানান- স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে এধরনের কর্মযজ্ঞের মধ্য দিয়ে সমাজের উন্নতি সাধনই তাদের একমাত্র লক্ষ্য।
রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।