Karandighi : অঞ্চল সম্মেলন করে ঘর গোছাচ্ছে বিজেপি

আরও পড়ুন

করণদিঘি বিধানসভার ১৯ নম্বর মন্ডলের পক্ষ থেকে করণদিঘি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের টুনিভিটা মোড়ে অনুষ্ঠিত হল করণদিঘি ২ নম্বর এলাকার অঞ্চল সম্মেলন।
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি-র জেলা সভাপতি বাসুদেব সরকার, করণদিঘি বিধানসভার ১৯ নম্বর মন্ডলের মন্ডল সভাপতি অজয় কুমার সিংহ, জেলা সহ সভাপতি বিনা ঝা, জেলা সম্পাদিকা শম্পা মোহান্ত, রাজ্য মহিলা মোর্চার সদস্য শম্পা সরকার, ১৯ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক অমৃত সিংহ করণদিঘি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কনভেনার স্বপন সিংহ, করণদিঘির দলের সহকারী আহ্বায়ক – সুনীল সিংহ, ব্লক বিজেপির দলনেতা সুভাষ সিংহ, ১৯ নম্বর মন্ডলের তফসিলি জাতি মোর্চার সভাপতি সঞ্জীব কুমার সিংহ। এদিন বিজেপি পার্টির পতাকা উত্তোলন করেন এবং রাষ্ট্রীয় বন্ধনা করেন করণদিঘি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের টুনিভিটা মোড়ে সম্মেলন শুরু হয়।

করণদিঘি থেকে অভি সিংহ-র রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close