কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আই এন টি টি ইউ সি-র , উত্তর দিনাজপুর জেলার ডাকে ৪৮ ঘণ্টার অনশন কর্মসূচি পালিত হচ্ছে। রবিবার সকাল থেকে রায়গঞ্জ শিলিগুড়ি মোড় সংলগ্ন জি এস টি-র কেন্দ্রীয় অফিসের মূল ভাড়া বাড়ির পশে মঞ্চ বেঁধে এই কর্মসূচি শুরু হয়। জেলা সভপতি কানাইয়ালাল আগরওয়ালার উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
সূত্রের খবর, মূলত ৮ দফা দাবি তথা ১০০ দিনের কাজের পারিশ্রমিক প্রদানে দীর্ঘদিন সরকারের বঞ্চনা, আবাস যোজনা প্রকল্প রূপায়িত হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের অর্থপ্রদানে দীর্ঘসূত্রিতা, জি এস টি- র মাধ্যমে সংগৃহীত অর্থের নির্দিষ্ট বরাদ্দ অংশ রাজ্যকে দিতে হবে, কেন্দ্রীয় শ্রম বিরোধী আইন বাতিল তথা ৮ঘণ্টার বেশি ১মিনিটও শ্রমিকদের কাজের সময় নির্ধারিত হবে না, কেন্দ্রীয় এজেন্সীর অপব্যবহারের বিরোধিতাকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। জেলা আই এন টি টি ইউ সি- র সভাপতি শেখর দাস ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য আই এন টি টি ইউ সি -র জেলা নেতৃত্ব, রাজ্য মহিলা সম্পাদিকা পম্পা সরকার, জেলা আই এন টি টি ইউ সি-র সাধারণ সম্পাদক অরিন্দম সরকার, শহর মহিলা সভাপতি শিল্পী দাস প্রমুখ।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।