Islampur : পর পর চুরির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী

আরও পড়ুন

একের পর এক চুরির ঘটনায় ইসলামপুর শহরের তিনপুল এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, গোপাল শর্মা নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গোপাল শর্মা নামে ওই ব্যক্তি তার পরিবারকে নিয়ে বোলবোম গিয়েছেন। বাড়ি ফাঁকা পেয়ে ঘরের দরজার তালা ভেঙ্গে নগদ টাকা সহ-সোনার সমস্ত গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রবিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ঘটনাটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ-এভাবে একের পর এক চুরির ঘটনায় পুলিশি নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close