উত্তর দিনাজপুরের হেমতাবাদ আদর্শ বিদ্যালয়-এর ছাত্রী সাবিনুর হুসমি। সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফলে রাজ্যে অষ্টম স্থান লাভ করেছেন। সাবিনুর পেয়েছেন ৪৯১ নম্বর। তার বাড়ি হেমতাবাদের কাশিমপুর গ্রামে। তার এমন ঈর্ষনীয় ফলাফলে খুশি হেমতাবাদ, কালিয়াগঞ্জ-সহ সমগ্র উত্তরবঙ্গের মানুষ।
সাবিনুর হুসমি বলেন- কলেজে তিনি ভূগোলে অনার্স নিয়ে পড়তে চান। তাঁর লক্ষ্য বড় হয়ে অধ্যাপক হওয়া। তিনি অধ্যাপক হওয়ার কারন হিসেবে বলেন-তিনি অধ্যাপক হয়ে সমাজের অনেক মানুষদের শিক্ষিত করবেন।
ফোর্টিন টাইমলাইন, হেমতাবাদ।