এক ব্যক্তির ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চাকুলিয়া এলাকায়। ঘটনাটি ঘটেছে চাকুলিয়া থানার কোমরশাল এলাকায়।
সূত্রের খবর, নিহত ওই ব্যক্তির নাম নাম জামঞ্জা, বয়স ৪৫ বছর। তিনি বিহারের কিশানগঞ্জ থানার ধরমগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি গোয়ালপোখর থানার বিপরীত এলাকার একটি মিষ্টির দোকানে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি তার বাড়ি এসেছিলেন। বৃহস্পতিবার তিনি আবার সেই দোকানে কাজ করতে যান। কিন্তু শুক্রবার তার ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন চাকুলিয়া থানার পুলিশ।
উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।