খালাসী গাড়ি চালিয়ে যখন করল এক প্রৌঢ়কে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সুভাষগঞ্জ সংলগ্ন রেল গেটের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানান- রুপাহার থেকে ফোর লেন হয়ে পালাতে গিয়ে অজ্ঞাত পরিচয় এক প্রৌঢ়কে মারাত্মকভাবে জখম করে। এরপর এলাকার মানুষ ওই কন্টেইনার চালককে ধরে ফেলে। খবর দেওয়া হয় পুলিশে। রায়গঞ্জ থানার পুলিশ এসে হরিয়ানার নম্বরের ওই কন্টেইনারটিকে রায়গঞ্জ থানায় তুলে নিয়ে যায়।
রায়গঞ্জের সুভাষগঞ্জ রেলগেট থেকে বিশ্বনাথ দাস-এর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।