আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে ইটাহারে এলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র ড. শান্তনু সেন। ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এদিনের সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় ইটাহার পথসাথী প্রাঙ্গণের সভাকক্ষে।
মূলত, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারের রণকৌশল ঠিক করার পাশাপাশি তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার বার্তা দিতে এদিনের এই সাংগঠনিক বৈঠক বলে জানা যায়। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ণমূলক প্রকল্পের কার্যকারিতা কি সেই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে সাধারণ মানুষের বাড়ি-বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের আবেদন করার নির্দেশ দেন তৃণমূল মনোনীত প্রার্থীদের সাংসদ ড. শান্তনু সেন।
একইসঙ্গে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের প্রসঙ্গ টেনে ড. শান্তনু সেন তৃণমূল প্রার্থীদের উদ্দেশে বলেন, জোটকে ভোট দেওয়া মানে বিজেপি-র হাত শক্ত করা ও উন্নয়নের পথে বাধা সৃষ্টি করা। তাই কেন্দ্রীয় বঞ্চনা-সহ তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের রাজ্যজুড়ে যে উন্নয়নের ধারা তা আগামীতে অব্যাহত রাখতে ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষকে ভোট নষ্ট না করে তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানানোর নির্দেশ দেন তিনি। ইটাহারের বৈঠক সেরে সাংসদ ড. শান্তনু সেন এদিন দুর্লভপুর অঞ্চলের ভাটিনগ্রামে একটি সাংগঠনিক বৈঠক করে ভদ্রশিলা দুর্গা মন্দির পরিদর্শন ও এলাকার মানুষদের সঙ্গে জনসংযোগ করেন। সাংসদ ছাড়াও এদিন ইটাহারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা, ব্লক তৃণমূল সভাপতি যোগেন্দ্র নাথ রায়, ব্লক যুব তৃণমূল সভাপতি মোজাফফর হুসেন, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সুকান্ত মন্ডল, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ব্লক সভাপতি সাহিরুল হক, ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী পূজা দাস, ২৫ নম্বর জেলা পরিষদ প্রার্থী সুন্দর কিস্কু-সহ অন্যান্য নেতৃত্ব।
ফোর্টিন টাইমলাইন, ইটাহার, উত্তর দিনাজপুর।