Hemtabad : রাস্তা মেরামতের দাবিতে রাজ্য সড়ক অবরোধ

আরও পড়ুন

প্রায় তিন কিলোমিটার বেহাল রাস্তা মেরামতির দাবিতে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসদের বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার কাঁকড় সিংয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী-সহ হেমতাবাদের বিডিও লক্ষ্মীকান্ত রায়। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহন করবেন বলে জানা গেছে। গ্রামবাসীরা বিডিও আশ্বাসেও আশ্বস্ত হতে পারেন নি। আন্দোলনকারিদের দাবি আগামী তিন দিনের মধ্যে বেহাল রাস্তা সংস্কারের আশ্বাস না পেলে তারা আন্দোলন থেকে পিছু হাটবেন না।

সূত্রের খবর, হেমতাবাদ থানার গিয়াশিল থেকে কাঁকড় সিং উত্তরপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থা পড়ে রয়েছে। রাস্তা সংস্কারের জন্য বিডিও, জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেও কোনও সুরাহা পাওয়া যায়নি। এর ফলে বৃহত্তর আন্দোলনে সামিল হন গ্রামবাসিন্দারা।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, আগামী তিন দিনের মধ্যে রাস্তা সংস্কারের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। হেমতাবাদের বিডিও লক্ষ্মীকান্ত রায় বলেন, প্রকল্পের আর্থিক বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় কাজ শুরু করা যায় নি। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়া হবে বলেও জানান তিনি।

ফোর্টিন টাইমলাইন, হেমতাবাদ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close