ডেঙ্গু সচেতনতার প্রচারে বেরোলেন স্কুলের ছাত্র-ছাত্রীরা। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের সোনারপুর গ্রামে স্কুলের পড়ুয়ারা এই উদ্যোগে অংশগ্রহণ করেন। দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই কর্মসূচিটি পালিত হয়। এলাকার মানুষকে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক প্রচারে দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের কাছে দাক্ষিনাল প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। ক্ষুদে পড়ুয়া ছাড়াও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশা সরকার, পঞ্চায়েত সহায়ক সুব্রত চক্রবর্তী, পঞ্চায়েত সদস্য জাহের আব্বাস, পঞ্চায়েত অন্যান্য কর্মীরাও এই প্রচারে অংশ নিয়েছিলেন।
উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।