উচ্চ আদালতের বিভিন্ন দ্বারে দ্বারে না ঘুরে সি বি আই-কে সহযোগিতা করার আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ-এ তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ হওয়ার পরই তড়িঘড়ি সি বি আই অভিষেককে জিজ্ঞাসাবাদের সামনে মুখোমুখি হওয়ার জন্য নোটিশ জারি করল। আগামীকাল ২০মে শনিবার, বেলা ১১ টায় নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। নিয়োগ দুর্নীতি-কান্ডে কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য সি বি আইকে নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশ তিনি মেনে না নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্ট সেই আবেদন কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেয়। শুক্রবার কলকাতা উচ্চ আদালতে সেই আবেদন ফিরিয়ে দেয়। শুভেন্দু জানান,সি বি আই তাকে ডাকতে বাধ্য হয়েছে। ফাঁসির দড়ি পড়ার দরকার নেই। সি বি আই তদন্তের সহযোগিতা করার আবেদন করেন।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।