Uttar Dinajpur : সারা রাজ্যের পাশাপাশি স্কুল বন্ধ উত্তর দিনাজপুরেও

আরও পড়ুন

সারা রাজ্যজুড়ে গরমের তীব্র দাবদাহে ওষ্ঠাগত প্রাণ। এই গরমের হাত থেকে শিক্ষার্থীদের রেহাই দেওয়ার জন্য শিক্ষা দফতরের তরফে এক সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী আগামীকাল সোমবার থেকেই বন্ধ থাকছে স্কুল-কলেজ।

সূত্রের খবর, বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে রোদের তেজ তীব্রতর হচ্ছে। রোদের তাপমাত্রা বৃদ্ধির কারনে দুপুরেই রাস্তা প্রায় জনশূন্য হয়ে পড়ছে। এত তীব্র গরমের মধ্যে স্কুলে পঠন-পাঠনের সময় শিক্ষার্থীদের কার্যত হাঁসফাঁস অবস্থা। তাদের কথায়- গ্রীষ্মের ধার্য করা ছুটি (Summer Vacation) এগিয়ে নিয়ে আসা হয়েছে। রবিবার এই ছুটির কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দোপাধ্যায়।

উল্লেখ্য, রাজ্যে প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে গরমের ছুটি শুরু হওয়ার কথা ১৫ মে থেকে এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে ছুটির দিন ২৪ মে থেকে আগাম ধার্য ছিল। তবে গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার থেকে ৭ দিনের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার ছুটি ঘোষণা করেছেন। এমন খবর ঘোষণার পর শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি খুশি অভিভাবক-অভিভাবিকারাও।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহা ও শ্রীপর্ণা কুন্ডুর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close