পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চায়ের দোকানদারের। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের ৪ নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বালুরঘাট-রায়গঞ্জের ১০/এ রাজ্য সড়কে। মৃতের নাম দাফাই সরকার। বয়স ৩৫ বছর। তার বাড়ি স্থানীয় বলরামপুরে।
সূত্রের খবর, শনিবার রাতে দোকান বন্ধ করে দাফাই রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় বুনিয়াদপুর থেকে রায়গঞ্জমুখী একটি মোটরবাইক এসে তাকে সজোরে ধাক্কা মারে। দ্রুত গতির মোটরবাইক এর ধাক্কায় রাজপথেই লুটিয়ে পড়েন দফায়। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াগঞ্জ থানার পুলিশ। অকুস্থল থেকে পুলিশ আহত দাফাই সরকার- সহ মোটরবাইক চালক ও তার সঙ্গীকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় দাফাই সরকারের।
দাফাই সরকারের মৃত্যুর খবরে বলরামপুর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাইক চালক ও তার সঙ্গী চিকিৎসাধীন কালিয়াগঞ্জ হাসপাতলে। কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এলাকার মানুষ রাজপথে উপর গতিরোধক বাম্প তৈরির দাবি তুলেছেন।
ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ