মঙ্গলবার সাড়ম্বরে শিক্ষক দিবস পালন করল রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যচক্রের প্রাক্তনীরা। শিক্ষক দিবসের পাশাপাশি এদিন তারা ৪র্থ বর্ষ প্রাক্তনী মহামিলন উৎসব পালন করেন। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল গোস্বামী-সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি এগোতে থাকে। এরপর অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের প্রাক্তনীদের একে একে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয়। মঞ্চে উপবিষ্ট প্রাক্তন ও বর্তমান বিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা দেওয়া হয় প্রাক্তনী সমিতির তরফে। সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষক-সহ প্রাক্তনীদের সম্মাননার মাঝে আরও একটি নজরকাড়া উদ্যোগ নেন তারা। রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যচক্রের ৭৫বছর পূর্তি উপলক্ষ্যে ৭৫ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। ৪ বছর যাবৎ সাফল্যের সঙ্গে চলা এই অনুষ্ঠান আগামীতে আরও বৃহত্তর আকার ধারন করবে বলে আশাবাদী প্রাক্তনী সমিতির সম্পাদক অনিমেষ চক্রবর্তী।
তবে বিদ্যালয়ের তরফেও এদিন পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। তৈরি করা হয় ফ্রি লাইব্রেরী। পড়ুয়ারা যেনও নিজেদের প্রয়োজনে বই নিতে পারে আবার তা ফেরতও দিতে পারে তাই এমন ব্যবস্থা করা হয়। এর ফলে সর্বস্তরের ছাত্র-ছাত্রীরা উপকৃত হবেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত।
রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।