Uttar Dinajpur : মনোনয়নপত্র জমা নিয়ে তৎপরতা শুরু ইটাহার ব্লকে

আরও পড়ুন

প্রথম দিন একটিও মনোনয়নপত্র জমা পরল না ইটাহার ব্লক। জানা যায়, ইতিমধ্যেই রাজ্যে বেজে গিয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দামামা।

প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার থেকে শুরু হয়েছে নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়া। চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। ফলে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে ইটাহার ব্লক প্রশাসন। উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিডিও অফিস প্রাঙ্গনে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে নমিনেশন প্রক্রিয়া সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় সরজমিনে খতিয়ে দেখলেন ইটাহারের বিডিও অমিত বিশ্বাস। পরিদর্শনে গিয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নমিনেশন ও ডিসিআর কক্ষে কর্তব্যরত প্রশাসনের কর্মীদের নমিনেশন প্রক্রিয়া সম্পর্কে অবগত করেন বিডিও। ইতিমধ্যে ইটাহার ব্লক প্রশাসনের তরফে সেরে ফেলা হয়েছে সর্বদলীয় বৈঠক। জানাযায়, ইটাহার বিধানসভায় গ্রাম পঞ্চায়েত সিট ২৬০ টি, জেলা পরিষদ ৩ টি ও পঞ্চায়েত সমিতির সিট ৩৫ টি। ফলে নমিনেশন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সমস্ত দিক থেকে প্রস্তুত রয়েছে ইটাহার ব্লক প্রশাসন বলে জানান বিডিও।

এদিন অনেকে নির্বাচনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ইটাহার বিডিও অফিসে চত্ত্বরে ভিড় জমায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ সাধারণ মানুষ। তবে প্রথম দিন কোন রাজনৈতিক দলের তরফে একটিও নমিনেশন দাখিল হয়নি বলে জানাযায় প্রশাসনের তরফে। নমিনেশন কর্মসূচিকে কেন্দ্র করে এদিন ইটাহার বিডিও অফিস চত্বরে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী।

উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close