দক্ষিণ দিনাজপুর আনন্দধারার অধীনস্থ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩৭ জন মহিলার হাতে টাকা লেনদেনের বায়োমেট্রিক কীট প্রদান করা হল। মঙ্গলবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের বিবেকানন্দ হল থেকে কীটগুলি তুলে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক বিজিন কৃষ্ণা কীট গুলি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেয়। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরা।
মূলত, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন সময় টাকা তুলতে গেলে ব্যাংকে বা এটিএম- এ যেতে হয়। বেশি টাকা হলেও একরকম ব্যাপার। কিন্তু কম টাকা তুলতে ব্যাংকে বা এটিএমে গেলে খরচ ও সময় অনেকটাই লাগে। তাই এই ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে টাকা লেনদেনের জন্য বায়োমেট্রিক কিট প্রদান করা হল।
দক্ষিণ দিনাজপুর থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।