গ্রীষ্মকালীন সময়ে রায়গঞ্জ ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা দেয়।মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে ‘ ডোনার ‘এনে রক্তের যোগানে সাম্যতা আনা হয়। জেলা ব্লাড ব্যাংকের রক্তের অভাব মেটাতে এবারে এগিয়ে এল কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি।
সূত্রের খবর, শুক্রবার পঞ্চায়েত সমিতির সভাগৃহে রক্তদান শিবির হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সৌমেন রায়, বিডিও প্রশান্ত রায়,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা-সহ বিশিষ্ট জনেরা। এদিন প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেছেন।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।