Uttar Dinajpur : জঙ্গল থেকে সদ্যোজাত শিশুকন্যার মৃতদেহ উদ্ধার

আরও পড়ুন

জঙ্গল থেকে সদ্যোজাত শিশুকন্যার মৃতদেহ উদ্ধার হল উত্তর দিনাজপুরের ইটাহার থানার দুর্গাপুর এলাকায়। মঙ্গলবার সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর লাইন বাজার এলাকায়।

মঙ্গলবার সকালে দুর্গাপুর লাইন বাজার এলাকায় জুটমিল সংলগ্ন জঙ্গলে ওই সদ্যোজাত শিশু কন্যার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিশ। পুলিশ সদ্যোজাত শিশুকন্যার মৃতদেহটি উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় ইটাহার থানার পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে কে বা কারা ওই সদ্যোজাত শিশু কন্যাকে দুর্গাপুর জুট মিল সংলগ্ন এলাকায় ফেলে রেখে গেল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। তবে এই ঘটনায় জেরে রহস্যের দানা বেঁধেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

ফোর্টিন টাইমলাইন, ইটাহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close