Uttar Dinajpur : রায়গঞ্জে পুজো দেখতে এসে বধূ নিখোঁজ !

আরও পড়ুন

পুজো দেখতে এসে হারিয়ে গেলেন স্ত্রী। অর্ধাঙ্গিনীর খোঁজে হন্যে হয়ে তাকে খুঁজে চলেছেন হতভাগ্য স্বামী। সোমবার রাতে রায়গঞ্জের ঘড়ি মোড় এলাকা থেকে ওই মহিলা নিখোঁজ হন বলে খবর। মঙ্গলবার, দশমীর দুপুর সাড়ে বারোটা নাগাদ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলার স্বামী সুনীল কুমার।

সূত্রের খবর, নিখোঁজ ওই বধূর নাম রনা রানী। বাড়ি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ থানা এলাকায়। গত ১৪ অক্টোবর তিনি স্বামী-সহ পরিবারের সঙ্গে নিয়ে টুঙ্গিদিঘি থানার রাসাখোয়ার কৃষ্ণপুরে এক আত্মীয় বাড়িতে ওঠেন। সোমবার নবমীর রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ওই মহিলাও পুজোতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। এরপর ঘড়িমোড় এলাকা থেকে তাকে আর খুঁজে পাননি তার পরিবারের সদস্যরা। এবিষয়ে রায়গঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন ওই নিখোঁজ মহিলার স্বামী। এপ্রসঙ্গে তার স্বামী সুনীল কুমার বলেন, রায়গঞ্জে পুজো দেখতে এসেছিলেন তারা। ঘড়িমোড় এলাকায় একটি হোটেলে খাওয়ার পর বাইরে এসে দেখেন স্ত্রী নেই। এরপর পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close