Hemtabad : আইএএস অফিসারের স্বপ্ন সামসাদ হোসেনের চোখে

আরও পড়ুন

ইন্ডিয়ান এডমিনিস্ট্রেটেটিভ সার্ভিস (IAS) পরীক্ষায় উত্তীর্ণ হতে চান সামসাদ হোসেন। উত্তর দিনাজপুরের হেমতাবাদ আদর্শ বিদ্যালয়-এর ছাত্র সামসাদ হোসেন। তিনি উত্তর দিনাজপুরের হেমতাবাদের অরাজি কাশিমপুরের বাসিন্দা। এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফলে রাজ্যে নবম স্থান লাভ করেছেন সামসাদ। সামসাদের প্রাপ্ত নম্বর ৪৯০। তার এমন ঈর্ষণীয় ফলাফলে খুশি হেমতাবাদ, কালিয়াগঞ্জ-সহ সমগ্র উত্তর দিনাজপুরের মানুষ। সামসাদ হোসেন জানান- বড় হয়ে তিনি আইএএস অফিসার হতে চান। তার পরিবারের সঙ্গে সঙ্গে সংসদের উচ্চ আকাঙ্খা পূর্ণ হোক এমন কামনা করে টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close