Uttar Dinajpur : ছেলের বিয়ের নেমন্তন্ন করতে গিয়ে পথ দুর্ঘটনায় নিহত বাবা

আরও পড়ুন

ছেলের বিয়ের নেমন্তন্ন করতে গিয়ে পথ দুর্ঘটনায় নিহত হলেন বাবা। জখম হয়েছেন আরও একজন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার ঘোরামারা বাইপাস সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর। নিহত ওই ব্যক্তির নাম মহম্মদ হাসিমুদ্দিন। বয়স আনুমানিক ৫৫ বছর। বাড়ি ইসলামপুর থানার নয়াবস্তি পাঁচোরসিয়া। এই ঘটনায় জখম হয়েছেন মুজাহিদ নামের ২০ বছরের এক যুবক।

সূত্রের খবর, আগামী শুক্রবার ছেলের বিয়ের অনুষ্ঠান আছে। সেই বিয়ের নেমন্তন্ন করতেই বাইক নিয়ে এক যুবককে সঙ্গে নিয়ে বেরিয়ে ছিলেন মহম্মদ হাসিমুদ্দিন। বিয়ের নেমন্তন্ন করতে যাওয়ার সময় কোনও একটি গাড়ি তাদের বাইকের পিছনে এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রাস্তায় লুটিয়ে পড়েন তারা। গুরুতরভাবে জখম হয় ওই দু’জন। স্থানীয়রা তড়িঘড়ি জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে মহম্মদ নাসিমুদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এমন ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইসলামপুর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close