চার বছরের প্রতিবন্ধী মেয়ে কুলসুম ও পাঁচ বছরের ছেলে আসাদুলকে স্বামীর হাতে তুলে দিয়ে এক বছর আগে কাজের নাম করে দিল্লিতে পালিয়েছেন স্ত্রী। বর্তমানে দুই অর্বাচীন শিশু-সন্তানকে নিয়ে রীতিমতো ফাঁপরে বাবা তৈমুর সেখ। এমনই এক দুঃসহ পরিস্থিতির মধ্যে দিন গুজরান করছেন উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের ৪ নম্বর দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের আলডান্ডা গ্রামের তিনটি প্রাণ। যদিও কষ্ট করেই ছেলে আসাদুলকে স্কুলে পাঠাচ্ছেন বাবা তৈমুর সেখ। কিন্তু মেয়েটি প্রতিবন্ধী হওয়ায় কার্যত ৪ বছরের কুলসুমকে বাড়িতে বসেই পাহারা দিয়ে চলেছেন বাবা তৈমুর। এক বছর আগে বাড়ি ছাড়া স্ত্রী পুনরায় ঘরে ফিরবেন এই আশার প্রহর গুনছেন স্বামী-সহ সন্তানরাও।
উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।