Uttar Dinajpur : অগ্নিগর্ভ অবস্থা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, দাবি আইজি-র

আরও পড়ুন

কালিয়াগঞ্জে মঙ্গলবারের অগ্নিগর্ভ অবস্থা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে দাবি করলেন উত্তরবঙ্গ আইজি অজয় কুমার। এদিন থানার বাইরে আগুন লাগানো হলেও থানার মধ্যে কোনও অগ্নিসংযোগ হয়নি। সিজ করা গাড়িতে কোতিপয় দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। আন্দোলনকারীদের ইটের আঘাতে ১৭ জন পুলিশ কর্মি আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কজনক। তাদেরকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে পুলিশ চিহ্নিত করে ফেলেছে। ইতিমধ্যে ২৫ থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটির তিনি তদন্ত শুরু করেছে পুলিশ।

থানায় অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশে যাওয়ার সময় দমকলকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে খবর। ইটবৃষ্টির কারনে গাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতি হয়েছে। যার জেরে দমকলকর্মীরাও অল্প-বিস্তর আহত হন। প্রান বাঁচাতে তারা নির্ধারিত সময়ে ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। প্রায় ৪ ঘন্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছন।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close