শোবার ঘর থেকে উদ্ধার হল এক নব দম্পতির ঝুলন্ত মৃতদেহ। বিয়ের ১ মাসও হয়নি তাদের। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ ব্লকের ডাঙ্গীতলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুরো ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকাজুড়ে।
সূত্র্রের খবর, মৃত ওই নব দম্পতির নাম আজগর আলি ও গুলসেনা খাতুন। চলতি বছরের ১৬ আগস্ট সামাজিকভাবেই বিয়ে হয় ওই দম্পতির। বিয়ের পর ভালো ভাবেই সংসার চলছিল তাদের। কিন্তু বুধবার সকালে তাদের শোবার ঘর থেকে স্বামী-স্ত্রী দু’জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে অকুস্থলে এসে পৌঁছয় হেমতাবাদ থানার পুলিশ। তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। তবে এটা আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
ফোর্টিন টাইমলাইন, হেমতাবাদ।