রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডির হাতে গ্রেফতার প্রসঙ্গে মুখ খুললেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত চেয়ারম্যান শচীন সিংহ রায়। শচীনবাবু কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসকের দায়িত্বে ছিলেন। গত নির্বাচনে শচীনবাবু বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন।
সূত্রের খবর, উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন হেমতাবাদের বিধায়ক সত্যাজিৎ বর্মন। সোমবার রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি রাজ্যের বেশ কয়েকটি জেলার সভাপতি এবং চেয়ারম্যানের পরিবর্তন করেছে। উত্তর দিনাজপুর জেলার সভাপতির পরিবর্তন না হলেও চেয়ারম্যানের পরিবর্তন করা হয়েছে। শচীন সিংহ রায়কে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা চেয়ারম্যান ঘোষণা হতেই কালিয়াগঞ্জের বাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মি সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভিড় জমেছে।
টাকা নিয়ে চাকরি বিক্রির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়-এর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা এবং স্বর্ণালঙ্কার। এঘটনার পর রাজ্য রাজনীতি তোলপার হয়। রাজ্যের এই পরিস্থিতির মধ্যেই চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শচীনবাবু। শচীনবাবুর দাবি, বড় দলে এধরনের ঘটনা ঘটেই থাকে। আইন আইনের পথেই চলবে বলে তিনি জানিয়েছেন।
ফোর্টিন টাইমলাইন, উত্তর দিনাজপুর।