প্রতি বছরের ন্যায় এই বছরেও জেলা ভিত্তিক ৮ দলীয় এম এল এ কাপ ২০২৩ এর ফাইনাল খেলার শুভ সূচনা করলেন রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা। সোমবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের চেকপোষ্ট এলাকায় বৈদড়া ফুটবল মাঠে এক দিবসীয় এই নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ইটাহারের বিধায়ক তথা তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেনের উদ্যোগে এবং মিলন জন সেবক সংঘের পরিচালনায়। একদিনের ৮ দলীয় এই জেলাভিত্তিক ফুটবল খেলায় অংশগ্রহণ করে উত্তর দিনাজপুর জেলা সহ পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর, মালদা ও বিহারের ফুটবল দল।
সূত্রের খবর, প্লেয়ার পরিচয় ও আতশবাজি ফাটিয়ে ফাইনাল ফুটবল খেলার সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের বনদফতরের রাষ্ট্রমন্ত্রী বিরবাহা হাঁসদা। এছাড়া উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, বিডিও অমিত বিশ্বাস, ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ, ব্লক তৃণমূল সভাপতি যোগেন্দ্রনাথ রায়, সহ-সভাপতি কার্তিক দাস, ব্লক যুব তৃণমূল সভাপতি মোজাফফর হোসেন, পলাশ রায়, সুকান্ত মন্ডল, সাহেরুল হক, অবিরুদ্দিন সরকার, উপেন কিস্কু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ফাইনাল খেলায় মুখোমুখি হয় মালদা এফসি বনাম মহানন্দপুর একাদশ। রুদ্ধশ্বাস খেলা শেষে ট্রাইব্রেকারে ২ গোলে জয়ী হয় মালদা এফসি একাদশ। জয়ী ও বিজয়ীদের হাতে ট্রফি ও অর্থ তুলে দেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক মোশারফ হোসেন সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। খেলা দেখতে মাঠ প্রাঙ্গনে দর্শকের উপস্থিতি ছিল এদিন চোখে পড়ার মত।
উত্তর দিনাজপুরের ইটাহার থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।