Kaliyaganj : বিয়ের বদলে পড়ার আর্জি নাবালিকার

আরও পড়ুন

ছাদনাতলা থেকে নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন এবং কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন। পুলিশ প্রশাসনের আশ্বাসে দশম শ্রেণির ছাত্রী বিয়ের বদলে পড়াশোনা করতে রাজি হয়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের ৩ নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর গ্রামে।

সূত্রের খবর, দারিদ্রতাকে হাতিয়ার করে পুরিয়া মহেশপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর বিয়ে ঠিক করেছিলেন তার বাবা। কালিয়াগঞ্জ থানার ধনকৈল গ্রাম পঞ্চায়েতের ডালিমগাঁও গ্রামের বাসিন্দা সৌরভ রায়ের সঙ্গে তার বিয়ে পাকা হয়। তিনি পেশায় মোটর শ্রমিক। রবিবার রাতে ছিল তাদের বিয়ে। হিন্দুশাস্ত্র মতে রবিবার বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। শুভদৃষ্টি শেষ করে পাত্রপাত্রীকে ছাদনাতলাতে বসিয়ে পুরোহিত বিয়ের কাজ করেছিলেন। হঠাৎই বিয়ের আসরে হাজির হয় চাইল্ড লাইন, কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন এবং ব্লক প্রশাসনের কর্তারা। তারা সেই নাবালিকার বিয়ের কথা শুনে হাজির হন সেখানে। বিয়ে বন্ধ হয় নাবালিকা মেয়েটির ।সেই নাবালিকার পরিবারকে বিয়ের কু-ফল সম্পর্কে বোঝান। এছাড়াও নাবালিকার বিয়ে দিলে আইনের বিধান সম্পর্কে তাদের অবগত করানো হয়।

দারিদ্রকে সামনে রেখে কনের পরিবারের তরফে বিয়ে বন্ধের বিরুদ্ধে মত প্রকাশ করেন। দীর্ঘ আলোচনার পর মেয়ে বিয়ের বিরুদ্ধে মত প্রকাশ করে এবং পড়াশুনা চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে। চাইল্ড লাইনের কর্নধার বিপুল দাস জানিয়েছেন, বাল্যবিবাহ বন্ধে রাজ্য সরকার একাধিক জনমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। পরিবারের দারিদ্রতাকে মাথায় রেখে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পে বহু মেয়ে উপকৃত হয়েছেন। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য চাইল্ড লাইন এবং ব্লক প্রশাসন সব সময় তাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে এদিন কালিয়াগঞ্জ থানার সাহেবঘাটাতে আরও একটি বাল্যবিবাহ বন্ধ করে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন এবং চাইল্ড লাইন।

ফোর্টিন টাইমলাইন, কালিয়াগঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close