Uttar Dinajpur : প্রতিশ্রুতি মেনে কথা রাখলেন বিধায়ক

আরও পড়ুন

প্রতিশ্রুতি মেনে কথা রাখলেন ইটাহারের বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পিএইচ ই ট্যাঙ্কের উদ্বোধন করা হল ইটাহারে। বিধায়ক মোশারফ হুসেনের সহযোগিতায় এবং সুরুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েত দফতরের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের সুরুন ২ নম্বর অঞ্চলের গোড়াহার এলাকায়।

সূত্রের খবর, বিগত বিধানসভা নির্বাচনে ভোট প্রচারে এসে এলাকার মানুষদের পিএইচ ই ট্যাংক করে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক মোশাররফ হোসেন। এরপর রাজ্য সরকারের কাছে আবেদন জানান। ইটাহারের বিধায়কের সেই আবেদনে সাড়া দিয়ে গোড়াহার গ্রামের সাধারণ মানুষদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের প্রায় তিন কোটি টাকা অর্থ বরাদ্দ করে। সেইমতো এদিন গোড়াহার গ্রামে সেই পিএইচ ই ট্যাংকের ফিতে কেটে উদ্বোধন করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। বিধায়ক-এর এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষরা। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের প্রকল্পের কাজ শেষ হলে গোড়াহার-সহ পার্শ্ববর্তী চারটি সংসদের প্রায় কয়েকজন সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানান ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। বিধায়ক ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুরুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা দাস, বিশিষ্ট ব্যক্তিত্ব কার্তিক চন্দ্র দাস, পূজা দাস, জাহাঙ্গীর আলম-সহ সুরুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েত দফতরের পঞ্চায়েত আধিকারিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

উত্তর দিনাজপুরের ইটাহার থেকে উত্তম পালের রিপোর্ট , টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close