Uttar Dinajpur: পিতৃহারা ২ সন্তানকে ফেলে ভিন্ রাজ্যে কাজের খোঁজে গিয়েছেন মা, অথৈ জলে শিশুরা

আরও পড়ুন

বাবা মরা দুই ফুটফুটে শিশু সন্তানকে ফেলে ভিন রাজ্যে কাজে চলে গেলেন গর্ভধারিনী মা। এমনই অমানবিক চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা এলাকায়। শেষমেশ গ্রামবাসীদের তৎপরতায় দুই শিশু সন্তানকে তুলে দেওয়া হল উত্তর দিনাজপুর চাইল্ড লাইনের হাতে।

সূত্রের খবর, ইটাহার থানা এলাকার ওই দুই শিশুসন্তানের বাবা বিগত দু’বছর আগে মারা গিয়েছেন। বাবা মারা যাওয়ার কিছুদিন বাদে দুই সন্তানকে ফেলে রেখে ভিন্ রাজ্যে কাজে চলে যান তার মা। এরপর কার্যত অনাথ হয়ে পড়ে রয়েছে ওই দুই শিশু সন্তান। পাড়া প্রতিবেশিরা তাদের খাবার দাবার দিলেও অবহেলা ও অনাদরে দিন কাটছিল ওই দুই ভাই বোনের। নির্দিষ্ট মাথা গোঁজার ঠাই পর্যন্ত ছিল না তাদের। এইভাবে এদিক ওদিক ঘুরে বেরিয়ে বড় হচ্ছিল দুই ভাই বোন। পরে স্কুলে ভর্তি হলেও দুই শিশুর দীর্ঘস্থায়ী নিরাপত্তার কথা ভেবে চিন্তিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তারা বিষটি জানান- ইটাহার ব্লক প্রশাসন ও শিশু কল্যান সমিতির টোল ফ্রি নম্বরে। সেইমতো ইটাহার ব্লক ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই দুই শিশু সন্তানকে তাদের গ্রাম থেকে উদ্ধার করে নিরাপত্তার কথা মাথায় রেখে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। এরপর ইটাহার গ্রামীণ হাসপাতালে শিশু দুটির স্বাস্থ্য পরীক্ষা করানোর পর শিশু কল্যান সমিতির নির্দেশে চাইল্ড লাইন তাদের দায়িত্ব ভার কাঁধে তুলে নেয়।

উত্তর দিনাজপুরের ইটাহার থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close