Uttar Dianjpur : আইএনটিটিইউসির নবগঠিত শহর কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

রায়গঞ্জ শহর আইএনটিটিইউসির নবগঠিত শহর কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হল সোমবার সন্ধ্যায় রাসবিহারী মার্কেটে অবস্থিত ইট্টুক- র শহর কার্যালয়ে। ওই সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিউসি -র জেলা সভাপতি শেখর দাস, শহর কমিটির কনভেনার তারাপদ রায়, সভাপতি তপন দাস সহ অন্যান্য নেতৃত্বরা।

সূত্রের খবর, সভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহর কমিটির পুনর্গঠন এর মাধ্যমে দলকে শক্তিশালী করার বার্তা দিলেন নেতৃত্বরা। ঐদিন কনভেনার তারাপদ দাস বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ও আদর্শকে সামনে রেখে মানুষকে সঙ্গে নিয়ে INTTUC দলকে মজবুত করার লক্ষ্যে এগোবে।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close