Uttar Dinajpur : পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টা গৃহকর্তার

আরও পড়ুন

সাংসারিক অশান্তির জেরে নিজের গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার পুরাতনপল্লি এলাকায়।। জখম ওই ব্যক্তির নাম নির্মল সাহা। বয়স আনুমানিক ৫০ বছর।

সূত্রের খবর, নির্মল সাহা নামের ওই ব্যক্তি দৈনিক মদ্যপান করে বাড়ি ফিরে অশান্তি করতেন। এমনকি বাড়ির সকলকেই মারধরও করতেন বলে অভিযোগ। এদিনও মদ্যপান করে বাড়ি ফিরে নিত্যদিনের মতো অশান্তি শুরু করেন। তাতে বিরক্ত পরিবারের সদস্যরাও রুখে দাঁড়ান। এরপর ঘরে থাকা ধারাল অস্ত্র দিয়ে নিজের গলাতেই আঘাত করে বসেন বলে দাবি পরিবারের। এরপর রক্তাপ্লুত অবস্থাতেই পরিবারের সদস্যরা বিস্ময়ে হতবাক হয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন , ইসলামপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close