নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রী বোঝাই বাস ডিভাইডারে উঠে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার ঝাড়বাড়ি গ্রামে ১২ নম্বর জাতীয় সড়কে। যাত্রীদের ঘুমন্ত অবস্থায় দুর্ঘটনাটি ঘটলেও হতাহতের কোন খবর নেই। যাত্রীরা অক্ষত অবস্থায় গাড়ি থেকে নেমে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়। করনদিঘি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে এসেছে।
সূত্রের খবর, বহরমপুর থেকে টুরিষ্ট গাড়ি শিলিগুড়িতে যাবার সময় উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার ঝাড়বাড়ি গ্রামে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবল পড়ে। টুরিষ্ট বাসটি জাতীয় সড়কে ডিভাইডারে উঠে যায়। শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটে। যাত্রীরা সকলে যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন ঠিক তখনই এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন। স্থানীয় মানুষ ঘটনাস্থলে পৌছে যাত্রীদের উদ্ধার করে অন্য গাড়িতে পাঠিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটিনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট , টাইমস ফোর্টিন বাংলা।