রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বইছে ঝোড়ো হাওয়া, পড়ছে ইলশেগুঁড়ি বৃষ্টিও। এরই মাঝে রায়গঞ্জের উদয়পুরের ‘টাইমস ফোর্টিন বাংলা’-র অফিস-সহ বেশকিছু বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রসঙ্গত, গত ১৭ তারিখ, বুধবার রাতে রায়গঞ্জে ঝড় বৃষ্টি শুরু হলে বন্দর বাঁধ রোড এলাকার বহু বাড়ির টিনের চালাও উড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে ফসলের, গাছ থেকে খসে পড়েছে আম,লিচু সহ বহু গ্রীষ্মকালীন ফল। ঠিক সেই কারণে রবিবার রাতে ঝড়-বৃষ্টি শুরু হলে রায়গঞ্জের বন্দর বাঁধ সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। তাদের অধিকাংশেরই বক্তব্য-মাত্র চার দিন আগে যেভাবে ঝড় বৃষ্টি হয়েছে তাতে যেভাবে তান্ডব লীলা প্রত্যক্ষ করেছেন গরিব-গুর্বোরা। তাই রবিবারও রাতের আকাশ কালো করে আশায় রীতিমতো সিঁদুরে মেঘ দেখছেন রায়গঞ্জের কুলিক নদীর বাঁধ সংলগ্ন বাসিন্দারা।
রায়গঞ্জ বন্দরের কুলিক নদী বাঁধ ঘুরে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।