Uttar Dinajpur : স্বাধীনতায় আদিবাসীদের অবদান শীর্ষক অনুষ্ঠান ড. মেঘনাদ সাহা কলেজে

আরও পড়ুন

আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসীদের অবদান বিষয়ক এক দিবসীয় আলোচনাচক্রের আয়োজন করা হল ড. মেঘনাদ সাহা কলেজে। এদিন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের নির্দেশে এবং আই.কিউ.এ.সি-র ড. মেঘনাদ সাহা কলেজের সেমিনার হলে আয়োজন করা হয়।

সূত্রের খবর, এই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াচক কলেজের ইতিহাসের বিভাগের অধ্যাপক রাজেন হেমব্রম এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তালু বেসরা। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যাপক ও আইকিউএসি কো-অর্ডিনেটর অধ্যাপক সুকুমার বাড়ই, বার্সার অধ্যাপক জয়গোপাল বিশ্বাস, টিসিএস তথা অধ্যাপক অঞ্জন সোম, সামায়ন হেমব্রম, রুপাই হেমব্রম-সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মী এবং কলেজের আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়ারা। উদ্বোধনী সংগীত, অতিথি বরণ ও বিরসা মুন্ডার ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন-এর মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী সংগীতের পর স্বাগত ভাষণে সুকুমার বাড়ই আলোচনা চক্রের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন। একই সঙ্গে সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ- সহ অন্যান্য বিদ্রোহে আদিবাসীদের ভূমিকার কথা সহ সিধু কানহু, চাঁদ ভৈরব, বিরসা, তিরকা প্রমুখ সংগ্রামীদের কথা ব্যাখ্যা করেন উপস্থিত অধ্যাপকরা। পাশাপাশি বর্তমানে আদিবাসী এলাকায় বিভিন্ন কুসংস্কার, তাদের প্রতি নানান ধরনের বৈষম্যমূলক আচরণ ও অমানবিক অত্যাচার ইত্যাদির বিষয় উঠে আসে এদিনের আলোচনায়।

ফোর্টিন টাইমলাইন , ইটাহার, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close