চা-পাতা তৈরির কারখানা বন্ধের প্রতিবাদে এবারে বিক্ষোভ শুরু করলেন চা শ্রমিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়াল এলাকায়। বৃহস্পতিবার সকাল থেকে চোপড়া ব্লকের হফতিয়াগছ অঞ্চলের ভৈষপিঠা এলাকায় অবস্থিত ‘দ্য নিউ লিফ টি ফ্যক্টরি’র সামনে বিক্ষোভে সামিল হয়েছেন শ্রমিকরা। অভিযোগ, আচমকাই নোটিশ ঝুলিয়ে চা কারখানা বন্ধ করেছে মালিকপক্ষ। যার জেরে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ৬০ জন শ্রমিক। তাদের আরও অভিযোগ, সম্প্রতি এই ফ্যাক্টরিতে বহিরাগতদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এর তীব্র বিরোধিতা করেছিলেন শ্রমিকরা। এরই পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা, পর্যাপ্ত কর্মীর অভাব-সহ একাধিক ক্ষেত্রেও যথেষ্ট অভাব রয়েছে বলে অভিযোগ। এবিষয়ে বৈঠকও করা হয়। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে অভিযোগ জানানো হয় মালিকপক্ষকে। এরপরই রাতারাতি কারখানার দরজায় নোটিশ ঝুলিয়ে গাড়িতে চা পাতা বোঝাই করে চলে যায় মালিকপক্ষ। ফলে, নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শ্রমিকদের। এখন কিভাবে তাদের সংসার চলবে তা নিয়ে দুশ্চিন্তায় শ্রমজীবী পরিবারগুলি। এবিষয়ে সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। চা-পাতা তৈরির কারখানা পুনরায় চালু না হলে শ্রমিক পরিবারের মানুষগুলি কোথায় গিয়ে দাঁড়াবেন, তা রীতিমতো ভাবাচ্ছে শ্রমজীবী মানুষদের।
ফোর্টিন টাইমলাইন, চোপড়া।