অবশেষে কড়া নিরাপত্তায় টেট পরীক্ষা শেষ হল উত্তর দিনাজপুরে। দীর্ঘ পাঁচ বছর পর রবিবার টেট পরীক্ষা অনুষ্ঠিত হল রাজ্যে জুড়ে। এদিন উত্তর দিনাজপুর জেলার সমস্ত পরীক্ষা কেন্দ্রে আটোসাটো নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছিল। বেলা ১১.৩০ মিনিট থেকে পরীক্ষা শুরু হবার কথা থাকলেও ভোর থেকেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় জমাতে থাকেন। নিরাপত্তা ব্যাবস্থা খতিয়ে দেখতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলি ঘুরে দেখেন। পুলিশ সুপার বিশপ সরকার জানিয়েছেন, ইসলামপুর পুলিশ জেলায় আটোসাটো নিরাপত্তা ব্যাবস্থা করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলিতে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দায়িত্বে ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যেক কেন্দ্রগুলি ঘুরে দেখছেন। সাধারণ মানুষ তাদের সম্পূর্ন সহযোগিতা করেছেন এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার বিশপ সরকার। এদিকে কালিয়াগঞ্জ মিলনময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাবনী চট্টোপাধ্যায় জানিয়েছেন, বোর্ড এবং সাধারন সাধারণ প্রশাসনের নির্দেশ অনুযায়ী পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। শুধু লেখার পেন এবং এডমিটকার্ড ছাড়া অন্য কিছু পরীক্ষার্থীরা সঙ্গে নিয়ে যেতে পারেননি। তার আশামতো নির্বিঘ্নে শান্তিপূর্নভাবে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা শেষ হয়েছে।
উত্তর দিনাজপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।