Uttar Dinajpur : অপহরণ করে ছ’লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা তিন দুষ্কৃতী গ্রামবাসীদের হাতে ধৃত

আরও পড়ুন

অপহরণের পর মুক্তিপণ চেয়েও শেষ রক্ষা হল না। গ্রামবাসীদের হাতে ধরা পড়ল তিন দুষ্কৃতী। দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার কালুগছ গ্রামে। অপহৃত পরিবারের পক্ষ থেকে রামগঞ্জ ফাঁড়িতে লিখিত অভিযোগ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় আতঙ্কিত বাসিন্দারা। দ্রুত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ না করা হলে আগামীতে গ্রামবাসীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ায় হুমকি দিয়েছে তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লকের সহ-সভাপতি।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে ইসলামপুর থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় দুই যুবককে দুষ্কৃতীরা অপহরণ করে বলে অভিযোগ। অপহরণের পর দুই যুবককে ছেড়ে দেওয়ার জন্য পরিবারের কাছে ফোন করে ছ’লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা। ওই দুই যুবককে নিয়ে গভীর রাতে অপহরণকারীরা একটি মারুতি ভ্যানে করে অন্যত্রে নিয়ে যাওয়ার সময় ইসলামপুর থানার কালুগছ এলাকায় গ্রামবাসীরা পিছু তাড়া করে অপহরণকারীদের ধরে ফেলে। ধরার সময় গ্রামবাসীদের সঙ্গে ধস্তাধস্তিতে দু’জন অপহরণকারী পালাতে সক্ষম হলেও তিনজন অপহরণকারীদের গ্রামবাসীরা ধরে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তিতে এক ব্যক্তি জখম হন। এই ঘটনায় মারুতি ভ্যানটিকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ওই যুবকদের পরিবারের তরফে রামগঞ্জ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার খবর চাউর হতেই রামগঞ্জ ফাঁড়িতে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। এই ঘটনায় কারা কারা জড়িত তাদের গ্রেফতারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় আতঙ্কিত বাসিন্দারা। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবি করেছেন ইসলামপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মহঃ পূজার। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে আগামীতে গ্রামবাসীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close