প্রতিবারের মতো এবারও শিক্ষক দিবস অভিনব কায়দায় পালন করল রায়গঞ্জের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কমিটি। ওয়ার্ডের সর্বস্তরের প্রায় ৮৫জন শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি-বাড়ি গিয়ে তাদের সম্মাননা দেওয়া হয়। এমন উদ্যোগে যথেষ্ট খুশি ওয়ার্ডের শিক্ষক সুব্রত সাহা-সহ অনেকেই।
অন্যদিকে ১৪ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর অনিরুদ্ধ সাহা জানান- শিক্ষকদের ডেকে সম্মান জানানোর চেয়ে শিক্ষকদের কাছে পৌঁছে সম্মান জানানো পছন্দ করেন তিনি। শিক্ষকরাই আগামী দিনেও পথ প্রদর্শক হন বলেও জানিয়েছেন তিনি।
রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।