শনিবার বিকেলে বাজার করতে গিয়ে একটি টোটোর সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন নিরঞ্জন দেবশর্মা নামের এক যুবক। তাকে প্রথমে কালিয়াগঞ্জ পরে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে নিরঞ্জনবাবুর শারীরিক অবস্থার অবনতি ঘটায় শেষমেশ তাকে শিলিগুড়ির কাছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
রবিবার বিকেলে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহটি ময়নাতদন্তের পর শতকার করা হয়।
রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।