গ্রামে তিনদিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। ক্ষোভে বিদ্যুৎ দফতরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে।
সূত্রের খবর, ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা ২ নম্বর গ্রাম পঞ্চায়তে বিগত তিনদিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা নেই। যার জেরে চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বারংবার বিদ্যুৎ দফতরে জানিয়েও সুফল মেলেনি। তাই এদিন বাধ্য হয়ে সেই এলাকার বাসিন্দারা বিদ্যুৎ দফতরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান। এমন ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশি আশ্বাসে পরে তারা বিক্ষোভ তুলে নেন। এবিষয়ে বিদ্যুৎ দফতরের সহকারী বাস্তুকার তারিক অনোয়ারকে ফোন করা হলে তিনি এপ্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি।
উত্তর দিনাজপুর থেকে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিবনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।